স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের ভাইরাল ভাই ভাই হোটেলকে দুই লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৬ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের নতুন জেলখানা মোড়ের ভাই ভাই হোটেলটিকে এ জরিমানা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
আদালত সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশ ছাড়াও হোটেলটির ফ্রিজে পচা মাংস পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশ ও ফ্রিজে পচা মাংস সংরক্ষণের অপরাধে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
ভাই ভাই হোটেল ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অন্যান্য অপরাধে দুটি বেকারিকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। বেকারি দুটি হচ্ছে, নিউ ঢাকা ফুড প্রোডাক্টস ও কিশোর ফুড প্রোডাক্টস। দুটি বেকারিই রশিদাবাদ ইউনিয়নের।
সূত্র জানায়, এছাড়া বিভিন্ন হোটেল ও বেকারিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।
এ সময় কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা বিশুদ্ধ খাদ্য আদালতকে সহযোগিতা করেন।