আজ দেশব্যাপী হেফাজতে ইসলামের দোয়া মাহফিল

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস

নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আজ সোমবার  দেশব্যাপী দোয়া মাহফিল ও আগামী শুক্রবার বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।

গতকাল রোববার বিকালে রাজধানীর পল্টনে হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

আজ বাদ আছর বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে দোয়া মাহফিল করবে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।

নুরুল ইসলাম বলেন, হেফাজতে ইসলাম মোদির আগমন প্রত্যাহার করার জন্য কর্মসূচি দিয়েছিল। মোদির আগমনের দিন হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। কিন্তু ওইদিন সাধারণ মানুষের আন্দোলনে প্রশাসন গুলি চালিয়েছে। যার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছিল।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর নিয়ে কর্মসূচিতে হেফাজতে ইসলামের মোট ১৭ জনের নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। এর ভেতর দুইশ জনের অবস্থা গুরুতর।

মন্তব্য করুন