ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
ঢাকা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিজিবির সঙ্গে সংঘর্ষে হতাহতের জেরে হেফাজতের ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার যোহজের নামাজের পর ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসার জমায়েত করে তাকবির ধ্বনি দিলে তাদের লক্ষ করে গুলি চালিয়েছে পুলিশ। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।
জানা গেছে, মাদ্রাসার উত্তর ও দক্ষিণ দিক থেকে মাদ্রাসায় গুলি করেছে পুলিশ। এসময় ফরিদাবাদ মাদ্রাসার মসজিদের মাইকে আমজনতাকে লক্ষ করে বলা হয়, এই আন্দোলন শুধু আলেমদের আন্দোলন নয়, এই আন্দোলন সবার আন্দোলন।
এসময় মাদ্রাসার মাইক থেকে জিহাদের আহ্বান করা হয় এবং মাদ্রসায় হামলাকারীদের তাগুত ও মুরতাদ বলে ঘোষণা দেওয়া হয়।
ফরিদাবাদ মাদ্রাসার এক শিক্ষার্থী মুঠোফোনে পাবলিক ভয়েসকে জানান, যোহরের নামাজের পর শিক্ষার্থীরা মাদ্রাসার মসজিদের সামনে জড়ো হয়ে তাকবির ধ্বনি দেয়। এতে আন্দোলন শুরু হয়েছে মনে করে মাদ্রাসায় গুলি চালায় পুলিশ।
তিনি আরও জানান, এতে মাদ্রাসার দাওরা হাদিসের ছাত্রসহ চার জন আহত হয়েছে। বর্তমানে ফরিদাবাদ মাদ্রাসা এলাকা শান্ত রয়েছে বলেও জানান তিনি।