ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জের সিরাজদিখান মধুপুর মাদরাসার প্রিন্সিপাল মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ পুলিশের গুলিতে আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মধুপুর সাহেব আব্দুল হামিদের রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়েছে।
আজ দেশজুড়ে হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
মুন্সিগঞ্জ নিমতলা হাসপাতালের সামনে মাদ্রাসার ছাত্র ও তৌহিদী জনতাকে নিয়ে হরতাল পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
এসময় পীর আব্দুল হামিদের মাথায় গুলি বিদ্ধ হলে ছাত্ররা তাকে সেখান থেকে উদ্ধার করেন।
এসময় ছাত্রলীগ কর্মীরা ইট পাটকেল ছুঁড়ে। আজ পুলিশের সঙ্গে রাস্তায় আবস্থান নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা।
মধুপুর মাদ্রাসার শিক্ষার্থী মাহমুদুর রহমান মুঠোফোনে পাবলিক বয়েসে জানান, পীর সাহেব আল্লামা আব্দুল হামিদকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।
তথ্য সংগ্রহ মুহসিন মোল্লা, পাবলিক ভয়েস