স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারাদেশে শান্তিপূর্ণ সমাবেশে উষ্কানি দেয়া পুলিশের অন্যায় কাজ, এ থেকে তাদের বিরত থাকার আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার (২৭ মার্চ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
জাফরুল্লাহ বলেন, হরতাল ডাকা আমাদের মৌলিক অধিকার তাতে বাধা দেবেন না। জনতার উপর নির্বিচারে পুলিশের গুলিতে ৫ জন নিহত এবং শতশত মানুষ আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।