ঢাকা ছাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী ও মুজিবশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে দু’দিনের সফরে শুক্রবার সকালে ঢাকা আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরাসরি চলে যান জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে। বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্যে দেন।

এর পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উভয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘরের উদ্বোধন করেন। রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন