ইসলাম নিয়ে কটুক্তি করা ঝুমন দাসের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের যে যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা, সেই ঝুমন দাস ওরফে আপনের (২৩) বিরুদ্ধে শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মামলার বাদী হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেন্দ্রীয় হেফাজত ইসলামের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট করায় ঝুমন দাসকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্য করুন