ইমরান খানকে চিঠি পাঠিয়ে পাক জনগণকে শেখ হাসিনার শুভেচ্ছা

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার পাঠানো চিঠিতে পাক প্রধানমন্ত্রী ও তার দেশের জনগণকে শুভেচ্ছা জানান তিনি।

আজ বুধবার কূটনৈতিক সূত্র জানায়, চিঠিতে করোনা আক্রান্ত ইমরান খানের সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে। সেইসঙ্গে দেশটির বন্ধুপ্রতিম জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো চিঠিতে পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে ঢাকার অঙ্গীকারের কথা রয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।

চিঠিতে দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আগামীতে আরো গভীর ও বৈচিত্র্যময় হওয়ার সম্ভাবনার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন ও শান্তির পথে অভিন্ন যাত্রায় উভয় দেশের জনগণ উপকৃত হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ইমরান খান করোনা আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করে একটি বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন