হিন্দু গ্রামে হামলার মূল হোতা স্বাধীন মেম্বারসহ ৩০ আসামির ৫ দিনের রিমান্ড

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীন ওরফে স্বাধীন মেম্বারসহ ৩০ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর মধ্যে স্বাধীনকে পাঁচ দিনের ও বাকি ২৯ জনের দুদিন করে রিমান্ডের নিদের্শ দেন আদালত।

মঙ্গলবার সকালে সুনামগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ বলেন, হিন্দুদের বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় করা দুই মামলায় পুলিশ স্বাধীন মেম্বারকে ১০ দিনের রিমান্ড আবেদন করা আদালত তার পাঁচ দিনের মঞ্জুর করেন।

এ ছাড়া অন্য আসামিদেরও পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, সুনামগঞ্জের দিরাইয়ে এক ধর্মীয় সমাবেশে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন স্থানীয় এক যুবক।

এ ঘটনা কেন্দ্র করে হেফাজতের কর্মী-সমর্থকরা বুধবার সকালে নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে হামলা চালায়।

মন্তব্য করুন