নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র কাদের মির্জার সব কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজনের কথা বলা হলে তা ঘরোয়াভাবে পালনের নির্দেশ দিয়েছে প্রশাসন।
নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তারিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে আজ সোমবার কাদের মির্জাকে এই নির্দেশনা দেওয়া হয়। বসুরহাট পৌরসভাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে চিঠির কপি পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অনুমতি চেয়েছিল বসুরহাট পৌরসভা। কিন্তু পারিপাশ্বিক বিভিন্ন কারণে জনসমাগমমূলক অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, ১৭ মার্চ বুধবার বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল বসুরহাট পৌরসভা কর্তৃপক্ষ। তবে চিঠিতে বাইরের জনসমাগমমূলক সব অনুষ্ঠান পরিহার করে ঘরোয়াভাবে পালনের কথা বলা হয়েছে।