কোরআনের আয়াত পরিবর্তন হলে উত্তাল হয়ে উঠবে মুসলিম উম্মাহ: বাবুনগরী

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১
আল্লামা জুনায়েদ বাবুনগরী ছবি: পাবলিক ভয়েস

পবিত্র কোরআনের ২৬টি আয়াত নিয়ে আপত্তি জানিয়ে তা পরিবর্তনে ভারতীয় সুপ্রিম কোর্টে রিট করেছেন ওয়াসিম রিজভী। তিনি দেশটির শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আল্লামা জুনায়েদ বাবুনগরী আজ রোববার এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেন, মহান আল্লাহর কালাম পবিত্র কোরআন। এই আসমানি কিতাব কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তিনি নিজেই।

মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, এখন পর্যন্ত কোরআনের একটি আয়াত বা অক্ষরও পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত কেউ তা বদলাতে পারবে না। পবিত্র ধর্মগ্রন্থে পরিবর্তনের দাবি করায় ওই ব্যক্তি আর মুসলমান নেই, নিঃসন্দেহে কাফের হয়ে গেছে।

কোরআনে পরিবর্তন আনার দুঃসাহস দেখিয়ে ওয়াসিম রিজভী মুসলিম বিশ্বের সাথে যুদ্ধ ঘোষণা করেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, এটি অমার্জনীয় অপরাধ, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত। বিশ্ব মুসলিম এমনটা মেনে নেবেন না।

বিষয়টি নিয়ে ভারতের নরেন্দ্র মোদি সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে হেফাজত আমির বলেন, উগ্র হিন্দুত্ববাদী ও ইসলামবিদ্বেষী মনোভাবের জন্য ওয়াসিম রিজভী রিট করার সাহস পাচ্ছে। অতীতেও বিভিন্ন বক্তব্যে ইসলাম নিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন তিনি। এখন প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এই শিয়া কাফেরের এমন জঘন্য কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

রিটটি অনতিবিলম্বে খারিজ করার দাবি জানিয়ে ওয়াসিম রিজভীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করার কথা বলা হয়েছে বিবৃতিতে। অন্যথায় ভারতের এমন অবস্থানের বিরুদ্ধে মুসলিম উম্মাহ উত্তাল হয়ে উঠবে বলেও সতর্ক করা হয়।

মন্তব্য করুন