দেশের সবাই এখন আওয়ামী লীগ: নানক

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১

টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশের সবাই এখন আওয়ামী লীগার। দলে আশ্রয় নিয়ে সবাই দাপট দেখাচ্ছে।

দলে অনুপ্রবেশ নিয়ে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে এই মন্তব্য করেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, অনুপ্রবেশকারীদের চাপে চিড়েচ্যাপ্টা হয়ে পড়েছে ত্যাগী ও দুর্দিনে দলকে আকড়ে থাকা কর্মীরা। এজন্য তাদের অনেকেই দল ছেড়ে চলেও যাচ্ছেন।

আওয়ামী লীগের জন্য এটা মোটেও ভালো নয়, উল্লেখ করে দলটির এই প্রেসিডিয়াম সদস্য বলেন, এখনও সময় আছে, এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অনুপ্রবেশকারীরা যেমন সুবিধা নিতে দলে আসে তেমনি সুবিধা শেষ হয়ে গেলে আবার চলে যায়।

‘দুঃখজনক হলো, অনেক মন্ত্রী-এমপিরাই এসব হাউব্রিড আওয়ামী লীগারদের প্রশ্রয় দিয়ে দলে ঢুকিয়েছেন। এ ব্যাপারে দলীয় প্রধানের নির্দেশও মানছেন না তারা। নানা সময় অনুপ্রবেশকারীদের বহিষ্কারের কথা বলা হলেও তার বাস্তবায়ন দেখা যায়নি।’ বলেন জাহাঙ্গীর কবির নানক।

মন্তব্য করুন