শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: আজ সোমবার (১ মার্চ) খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে নগরীর বয়রাস্থ কেএমপির পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২১” উদযাপন উপলক্ষে র্যালি, শ্রদ্ধাবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, গার্ড অব অনার, মোনাজাত, নিহতদের জন্য ০১ মিনিট নিরবতা পালন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ এর আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেএমপির পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয়।
এ-সময় উপস্থিত ছিলেন মুহাঃ আশরাফুজ্জামান (বিপিএম), ডিআইজি (কমান্ড্যান্ট) পিটিসি, খুলনা; একেএম নাহিদুল ইসলাম (বিপিএম), অতিঃ ডিআইজি (অপস্ এন্ড ক্রাইম) খুলনা রেঞ্জ; এসএম ফজলুর রহমান, অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম), কেএমপি; হাবিবুর রহমান খান, অতিরিক্ত ডিআইজি, (ডেপুটি কমান্ড্যান্ট) পিটিসি, খুলনা; সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), অতিঃ পুলিশ কমিশনার (এএন্ডও), কেএমপি; লে. কর্ণেল রওশনুল ফিরোজ, অধিনায়ক, র্যাব-৬, খুলনা মহোদয়গণ।
এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিতি ছিলেন মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর); মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ); মোছাঃ তাসলিমা খাতুন, কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, খুলনা; রাশিদা বেগম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি); এম এ জলিল, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা; এসএম শফিউল্লাহ (বিপিএম), পুলিশ সুপার, খুলনা জেলা; মোহাম্মদ এহসান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (সদর); জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম), ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন); বি.এম নুরুজ্জামান (বিপিএম), ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি); সৈয়দ মুশফিকুর রহমান, বিশেষ পুলিশ সুপার, পিবিআই, খুলনা জেলা; মো: আনিচুর রহমান, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, খুলনা; শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি);মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি);মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি); মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক); এসএম জাহিদ হোসেন, সভাপতি, খুলনা প্রেসক্লাব, খুলনা; ডাঃ একেএম কামরুল ইসলাম, সভাপতি ও শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক, খুলনা মহানগর কমিটি পুলিশিং ফোরাম, খুলনা; অধ্যাপক মোঃ আলমগীর কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার, খুলনা মহানগরী মুক্তিযোদ্ধা কমান্ড; সরদার মাহাবুবুর রহমান, কমান্ডার, খুলনা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, খুলনা-সহ কেএমপি, খুলনা রেঞ্জ ও সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ।