খুলনায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন মোস্তরমোড় এলাকায় সড়ক দূর্ঘটনায় দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় বিসমিল্লাহ নগর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রায়েরমহল পশ্চিমপাড়া বড় মসজিদ এলাকার শহিদের ছেলে মো. নাঈম (২৫) এবং একই এলাকার মুরাদ শেখের ভাগ্নে মোঃ সাইফুল ইসলাম (৩০)।

নিহত নাইমের চাচা মোল্লা সাঈদ বলেন, ঘটনাস্থলে বিশ্বাস প্রোপার্টিজের পাশে জনৈক সাঈদ তার জায়গা বালু দিয়ে ভরাট করছে। যে কারণে ওই স্থানটি পিচ্ছিল হয়ে যায়। তারা মোটর সাইকেলযোগে যাওয়ার সময় স্লিপ করলে তাদেরকে একটি বালির ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

সাইফুলের মামা মুরাদ শেখ বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত ভাগ্নের লাশ দেখতে পাই। কিন্তু মটরসাইকেলটি এখনও খুজে পাওয়া যায়নি।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। তাদের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন