ইসমাঈল আযহার: জেরুজালেমের মেয়র মোশে লায়ন নগরীর স্থানীয় আরব কর্মকর্তাদের মসজিদ, স্কুল ও হোটেলে প্রবেশের ক্ষেত্রে সতর্ক করেছেন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) তিনি এ সতর্ক বার্তা জারি করেন। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পূর্ব জেরুজালেমে টিকা দেওয়ার হার কম হওয়ায় স্থানীয় নেতা ও মেয়র জরুরি এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় মেয়ের উদ্বেগ প্রকাশ করেন।
তাকে বলতে শোনা গেছে, যদি তারা টিকা দিতে না চান, তাদের টিকা দেওয়া হবে না। তবে টিকা না দিলে মসজিদ, বিদ্যালয় ও হোটেলে প্রবেশ করতে দেওয়া হবে না।