দেড় বছরেরও বেশি সময় ধরে ইন্টারনেট থেকে বিছিন্ন জম্মু ও কাশ্মীর। ৩৭০ ধারা বিলোপের প্রায় ১৮ মাস পর অবশেষে সমগ্র উপত্যকায় চালু হচ্ছে 4G ইন্টারনেট পরিষেবা। সূত্রের খবর শুক্রবার মধ্যরাত থেকেই দ্রুত গতির নেট ব্যবহারের স্বাধীনতা পেতে চলেছে জম্মু ও কাশ্মীর৷ এখানকার প্রশাসনিক মুখপাত্র রোহিত কানসাল ট্যুইট করে এই খবর জানিয়েছেন৷
পাশাপাশি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdullah) ট্যুইট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন৷ ন্যাশনাল কনফারেন্স (National Conference) নেতা লিখলেন, “4G মুবারক! ২০১৯-এর অগাস্ট মাসের পর সমগ্র জম্মু ও কাশ্মীর 4G মোবাইল ডেটা পেতে চলেছে৷ বেটার লেট দ্যান নেভার৷”
২০১৯ সালের ৫ অগাস্টে কেন্দ্র জম্মু ও কাশ্মীরের থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয়৷ ঠিক এই সিদ্ধান্ত নেওয়ার আগেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়৷ চলতি মাসের শুরুর দিকে সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীরের প্রশাসন ও কেন্দ্রকে 4G ইন্টারনেট চালু করার সম্ভাবনা আছে কিনা তা নিয়ে সিদ্ধান্তে আসতে বলে। পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু কিছু জায়গায় দ্রুত মোবাইল ইন্টারনেট পরিষেবা ফেরানোর ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নিতে বলে দেশের সর্বোচ্চ আদালত৷
বেশ কয়েকটি ক্ষেত্রে জম্মু ও কাশ্মীরের প্রশাসন উপত্যকার বেশ কয়েকটি জেলায় পরীক্ষামূলক ভাবে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট পরিষেবা ফের চালু করেছে। গত বছরের আগস্টে কাশ্মীর অঞ্চলের গন্দেরবল এবং জম্মু অঞ্চলের উধমপুর জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট পরিষেবা শুরু হয় নতুন করে৷ গতবছর শুরুর দিকে 2G ইন্টারনেট পরিষেবা চালু হয়েছিল এখানে৷