পবিত্র কাবা ও মসজিদে নববীতে কারও করোনা শনাক্ত হয়নি

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

মহামারি শুরু হওয়ার পর থেকে এখন অবধি মক্কার পবিত্র কাবা শরীফ (গ্র্যান্ড মসজিদ) এবং মসজিদে নববীতে হজ ও ওমরাকারীদের মধ্যে কোনো কোভিড-১৯ রোগী পাওয়া যায়নি। বুধবার এ তথ্য জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরব নিউজ।

পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শেখ আবদুল্লাহমান আল-সুদাইস বলেন, স্বাস্থ্য সঙ্কট যত বেড়েছে ততই ভাইরাসটি প্রতিরোধে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এ কারণেই এমন সাফল্য সম্ভব হয়েছে। মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনায় মসজিদে নববী পরিচালনার জন্য সৌদি আরবের সফল প্রচেষ্টা সম্পর্কে এক সেমিনারে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

সেমিনারে আল-সুদাইস মসজিদসমূহ এবং ইসলামের পবিত্রতম জায়গাগুলোতে স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার ক্ষেত্রে প্রদত্ত কার্যগুলো তুলে ধরেন। পাশাপাশি প্রেসিডেন্সির মাধ্যমে উন্নত করার নির্দেশনা, বৈজ্ঞানিক, তথ্যমূলক, প্রযুক্তিগত, সামাজিক এবং স্বেচ্ছাসেবী প্রচেষ্টাগুলোও তুলে ধরেন।

এসব পদক্ষেপের মধ্য দিয়ে এই দুটি পবিত্র মসজিদ বিশ্বের সংক্রমণ নিয়ন্ত্রণের দিক দিয়ে সবচেয়ে স্বাস্থ্যকর জায়গাগুলোর মধ্যে পরিণত হয়েছে, যোগ করেন শেখ আবদুল্লাহমান আল-সুদাইস। তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণ হলেও প্রত্যেককে সকল সতর্কতামূলক পদক্ষেপ মেনে চলা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি কোনো গুজবে কান দেয়া যাবে না। এটা জরুরি।

মন্তব্য করুন