আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বর্ষপূর্তিতে আল্লামা নদভীর শুভেচ্ছা ও আহ্বান

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

তৃতীয় বর্ষে পদার্পণ করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। ‌বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কার্যকরী উপদেষ্টা আল্লামা ড. উবায়দুর রহমান খান নদভী।

২০১৯ সনের ২রা ফেব্রুয়ারী শনিবার বাদ মাগরিব বাংলাদেশ, তুরস্ক, জর্ডান ও ইরাকের বিজ্ঞ আলেমদের পরামর্শে সূচনা হয়েছিল আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। এরপর থেকে বিভিন্ন প্রতিকূলতা ও চড়াই উৎরাই পার করে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সমাদৃত সংগঠন হিসেবেপরিচিতি লাভ করেছে।

কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কার্যকরী উপদেষ্টা আল্লামা ড. উবায়দুর রহমান খান নদভী এক সাক্ষাতে মহাসচিব শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানীর মাধ্যমে সংস্থার সঙ্গে সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। আগামী দিনে বিশ্বব্যাপী কোরআন কেন্দ্রিক বিপ্লব সফল করার ক্ষেত্রে নিজ নিজ অবদান এবং বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন