পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) জম্মু-কাশ্মীর সীমান্তের রাজৌরি এলাকায় সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতীয় সেনা সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহত সেনার নাম লক্ষ্মণ। এ নিয়ে নতুন বছরে পাকিস্তান সেনার হামলায় চারজন ভারতীয় সেনার মৃত্যু হলো।

ভারতীয় সেনার এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, এদিন অন্যান্য বারের মতোই কোনো প্ররোচনা ছাড়াই গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা। তখনই তাদের ছোড়া গুলিতে মারাত্মক জখম হন ওই সেনা। প্রচুর রক্তক্ষরণ হয় তার। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

মন্তব্য করুন