জনগণ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় বসবাস করছে। ভোটের কোনো অধিকার নেই দেশে। ভোট কাটার জন্য গুন্ডা লাগে না পুলিশই বড় গুন্ড। বর্তমান সরকার ভোট ডাকাত সরকার।
ভোটের আগের রাতেই ভোট হয়ে যায়। মওলানা ভাসানীর নাতিও মেয়র প্রার্থী হয়ে এবার নিজের ভোট নিজে দিতে পারেননি। এই জালেম সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করা ঈমানী দায়িত্ব। এই সরকারের মৃত্যু ঘণ্টা বেঁজে গেছে। রাজপথে আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) নগরীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সংহতি মঞ্চ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের আহবায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।
সংগঠনের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ প্রমুখ।
সভায় ১১ দফা দাবি উত্থাপন করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানানো হয়।