পাকিস্তান স্থানীয়ভাবে তৈরি একটি গাইডেড মাল্টি লঞ্চার রকেট সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে।
যা সর্বোচ্চ ১৪০ কিলোমিটারের মধ্যে শত্রু বাহিনীর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সেইসঙ্গে ফাতহ-১ নামের এই রকেট সিস্টেম কনভেনশনাল ওয়ারহেড বহন করতে সক্ষম।
পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন এ খবর দিয়েছে।
আইএসপিআরের মহাপরিচালক (মিডিয়া উইং) মেজর জেনারেল বাবর ইফতিখার এক বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার ফাতহ-১ নামের এই নিজস্ব প্রযুক্তির রকেট লঞ্চারের সফল পরীক্ষা চালানো হয়েছে।
মেজর জেনারেল আরও ইফতিখার বলেন, এই মাল্টি লঞ্চার রকেট সিস্টেম (এমএলআরএস) পাকিস্তানের সেনাবাহিনীকে শত্রুর সীমানায় নিখুঁতভাবে লক্ষ্য নির্ধারণ করে আঘাত হানার ক্ষেত্রে সক্ষমতা প্রদান করবে।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী, প্রধানমন্ত্রী ইমরান খান, জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা এবং সেনাবাহিনী প্রধান কামার জাভেদ বাজওয়া এই রকেট সিস্টেম আবিষ্কারের সঙ্গে জড়িত সেনা সদস্য ও বিজ্ঞানীদের সফলতায় অভিনন্দন জানিয়েছেন।
তবে নতুন এই অস্ত্র ব্যবস্থা সম্পর্কে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
আই.এ/