বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র এখন কারাগারের মালি

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১

কারাগারের নিয়ম অনুযায়ী সশ্রম কারাবন্দীদের কাজ করতে হয়। কাজের বিনিময়ে সাজা রেয়াত পাওয়া যায়। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামালর (৬৫) ৭ বছর সশ্রম কারাদণ্ড হওয়ায় তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ফুল বাগানে মালির কাজ করতে দেওয়া হয়েছে।

জানা গেছে, বরিশালের সাবেক মেয়র কামালের দুর্নীতির মামলায় ৭ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ২০২০ সালের ৯ নভেম্বর। হার্টে সমস্যাসহ শারীরিক নানা ব্যধিতে আক্রান্ত হওয়ায় মালিক কাজ করতে দেওয়া হয়েছে। গত ১০ নভেম্বর থেকে কারাগারের ফুলবাগান রক্ষণাবেক্ষণ কাজে নিযুক্ত করা হয়েছে।

জেলার মো. শাহে আলম জানান, সশ্রম কারাবন্দীদের কাজের বিনিময়ে সাজা কমে আসে। জেলকোড অনুযায়ী যে যে কাজের জন্য ফিট তাকে সেই কাজেই দেওয়া হয়।

তিনি বলেন, সাধারণত ফাঁসির দন্ডপ্রাপ্ত ও দুর্ধর্ষ আসামিদের সেলে রাখা হয়। আহসান হাবিব কামাল একজন সাবেক মেয়র এবং বিরোধী দল বিএনপির নেতা। অন্যান্য আসামিদের সাথে রাখলে তার ব্যক্তিগত নিরাপত্তা ব্যাহত হতে পারে। এছাড়া গণটয়লেট ব্যবহারেও তার সমস্যা হতে পারে। এসব দিক বিবেচনায় সাবেক মেয়র কামালকে পৃথক একটি সেলে রাখা হয়েছে।

মন্তব্য করুন