সুনামগঞ্জে শতাধিক মাদ্রাসাছাত্রকে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১

সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রবাসীরা অসহায় ছিন্নমূল মানুষজনের মাঝে একবেলা খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) বাদজুম্মা লন্ডনের নিউক্যাসল প্রবাসী মি. মিয়া পরিবার ও হাজী মো. আহাদ মিয়ার পক্ষ থেকে দিরাই কলেজ রোডস্থ হনুফা ভিলায় দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইনিয়া মাদ্রাসার শতাধিক অসহায় ছাত্রের মাঝে শীতবস্ত্র ও একবেলা খাবারের ব্যবস্থা করে।

এ সময় উপস্থিত ছিলেন মৌলানা তাইদুর রহমান, হাফিজ আমজাদ হোসেন প্রমুখ।

তারা এই উপজেলার অসহায় ও ছিন্নমূল মানুষদের কল্যাণে তাদের সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আই.এ/

মন্তব্য করুন