দখলদার ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেল ফিলিস্তিনি তরুণীর

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে আগেই নিজের ঘর হারিয়েছেন ফিলিস্তিনি তরুণ আবু আরাম। এবার প্রতিবেশিদের ঘর বাঁচাতে গিয়ে সেনাবাহিনীর গুলিতে বিপন্ন তার জীবন।

ইলেকট্রনিক জেনারেটর সরিয়ে নিতে বাধা দেওয়ায় সম্প্রতি তার ঘাড়ে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, আবু আরামের ঘাড় থেকে শুরু করে তার শরীরের নিচের অংশ অসার হয়ে গেছে।

তিনি চলাচলের সক্ষমতা হারিয়েছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা অভিযান চলাকালে তাজা গোলায় এক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে খবর পেয়েছেন।

শুক্রবার (১ জানুয়ারি) পশ্চিম তীরের দক্ষিণে হেবরন শহরের কাছে আবু আরামকে গুলি করা হয়। ভিডিও চিত্রে দেখা গেছে, ইসরায়েলি সেনারা ওই এলাকা থেকে একটি ইলেক্ট্রিক জেনারেটর সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

অপরদিকে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে হারুন আবু আরাম নামে ২৪ বছর বয়সী এক তরুণ ও আরও তিন ব্যক্তি। অফ ক্যামেরায় তাদের মধ্যে বিবাদ চলছিলোই। হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। এরপর আবার ভিডিও শুরু হয় এবং দেখা যায় আবু আরামের দেহ মাটিতে পড়ে আছে।

আবু আরামকে হেবরনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতাল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আবু আরাম ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন।

তার নার্ভ ও স্পাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চারটি অঙ্গের সবগুলোই অসাড় হয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শুধু ভেন্টিলেটরের মাধ্যমেই শ্বাস নিতে পারছেন আরাম।

ইসরায়েলি ও ফিলিস্তিনি মিডিয়াগুলোতে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে ইসরায়েলের মানবাধিকার সংগঠনগুলো।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, আত তুয়ানি গ্রামে একটি অবৈধ ভবন ফাঁকা ও বাজেয়াপ্ত করার জন্য সেনা সদস্যরা নিয়মিত অভিযানে ছিল। অভিযানে তাজা গোলার আঘাতে এক ফিলিস্তিনি আহত হওয়ার খবর পেয়েছে তারা। এ ব্যাপারে তদন্ত চলছে।

দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়মিতভাবে স্থানীয়দের বাড়ি-ঘর গুঁড়িয়ে দিয়ে থাকে। স্থানীয় গ্রাম কমিটির প্রধান মোহাম্মদ রিবে সিএনএন-কে বলেন, আবু আরামের নিজের ঘরটিই এক মাস আগে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার প্রতিবেশীদের বাড়ি-ঘরের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন তিনি।

তবে ইসরায়েলি বাহিনীর দাবি, প্রায় ১৫০ জন ফিলিস্তিনি জড়ো হয়ে পাথর নিক্ষেপ করতে থাকায় পাল্টা এই অভিযান চালানো হয়েছে। তাদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই আড়াই মিনিটের ভিডিওতে এ দৃশ্য রাখা হয়নি।

আই.এ/

মন্তব্য করুন