মিয়ানমারকে রোহিঙ্গা ফেরতের আহ্বান; বাংলাদেশকে সহযোগিতা করবে জাপান

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে ঢাকার পক্ষ থেকে মিয়ানমারকে চিঠি দেওয়া হয়েছে। গত শুক্রবার (১ জানুয়ারি) এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, মিয়ানমার যাতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়, সেজন্য দেশটিকে এই চিঠি দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে আজ রোববার সাংবাদিকদের তিনি এ কথা বলেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘মিয়ানমারের স্টেট কাউন্সিল দপ্তরের মন্ত্রী তিন সোয়েকে নতুন বছরে একটি চিঠি দেওয়া হয়েছে। গত ১ জানুয়ারি ওই চিঠি দেওয়া হয়েছে। এতে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেশটির প্রতি অনুরোধ জানিয়েছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানও আমাদের সহযোগিতা করার কথা জানিয়েছে, যাতে দ্রুত রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায়। দেশটিতে (মিয়ানমারে) জাপানের অনেক বড় বিনিয়োগ রয়েছে। এ ছাড়া রোহিঙ্গাদের ফেরানোর ক্ষেত্রে চীন ও ভারতও কাজ করছে। এই সংকটের সমাধান হোক, তারা সবাই সেটা চাইছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে সাড়ে সাত লাগের বেশি রোহিঙ্গা নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। কক্সবাজারে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার একাধিক বার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তা শুরু করেনি দেশটির সরকার।

আই.এ/

মন্তব্য করুন