তুরস্ক নির্মিত আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করলেন ইমরান

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

তুরস্কের সরকার পরিচালিত দাতা সংস্থার মাধ্যমে পাকিস্তানে নির্মিত একটি আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ১০০ শয্যা বিশিষ্ট এই আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে দরিদ্রদের জন্য এই আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে তুর্কি বার্তা সংস্থা আনাদলু এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) এই ‘মডেল’ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। পাকিস্তান সরকারের বায়তুল মাল দ্বারা পরিচালিত সংস্থা আশ্রয়কেন্দ্রটিকে সজ্জিত করেছে।

পাক প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, আশ্রয়কেন্দ্রে প্রায় ১০০টি ঘুমানোর জায়গা (কক্ষ) আছে। সেইসঙ্গে সকালের নাস্তা এবং ৪০০ জনের বেশি মানুষের রাতের খাবারের ব্যবস্থা থাকছে।

খবরে বলা হয়েছে, প্রত্যেক নারী ও পরিবারের জন্য আলাদা আলাদা কক্ষ রয়েছে এই আশ্রয়কেন্দ্রে। এ ছাড়া আশ্রয়কেন্দ্রের প্রাঙ্গণে একটি মসজিদ নির্মাণ করা হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইমরান খান ও ইসলামাবাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ইয়ার্দাকুল আশ্রয়কেন্দ্রের বেশ কয়েকটি অংশ ঘুরে দেখেছেন এবং সেখানে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে একবার খাওয়া-দাওয়া করেছেন।

প্রসঙ্গত, পাকিস্তানে শিক্ষা, স্বাস্থ্য সেবা, কৃষি, কারিগরি প্রশিক্ষণ এবং নিরাপদ পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে তুরস্কের ওই দাতা সংস্থাটি।

আই.এ/

মন্তব্য করুন