পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

ভারত ও পাকিস্তান নিজেদের পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে। পারমাণবিক স্থাপনায় আক্রমণ নিষিদ্ধকরণ সম্পর্কিত এক দ্বিপাক্ষিক চুক্তির আওতায় গত শুক্রবার (১ জানুয়ারি) এই তালিকা বিনিময় করে দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ।

ভারতের পক্ষ থেকে এক সরকারি বিবৃতিতে বলা হয়, কূটনীতিক চ্যানেলের মাধ্যমে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে এই তালিকা বিনিময় করা হয়েছে। তালিকা বিনিময় প্রথমবারের মতো ১৯৯২ সালের ১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল।

বিবৃতিতে আরো বলা হয়, এটি ভারত ও পাকিস্তানের মধ্যকার পারমাণবিক স্থাপনায় আক্রমণ নিষিদ্ধকরণ চুক্তির আওতায় করা হয়েছিল।

১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত এই চুক্তিটি ১৯৯১ সালের ২৭ জানুয়ারিতে কার্যকর হয়েছিল। এরপর দুই দেশের মধ্যে বছরের প্রথম দিনেই এ তালিকা হস্তান্তর শুরু হয় ১৯৯২ সালে।

আই.এ/

মন্তব্য করুন