বিদায় ২০২০, স্বাগত ২০২১। নতুন বছরে দেশবাসী ও সকল প্রবাসী বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার (১ জানুয়ারি ২০২১) এক বিবৃতিতে তিনি বলেন, বিদায়ী বছরে করোনাভাইরাসের মতো এক মহাসঙ্কট মোকাবেলা করেছি আমরা। হয়তো আরও কিছু সময় এটিকে মোকাবেলা করতে হবে। তারপরও নতুন বছরকে স্বাগত জানাই।
প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষ কারণে ২০২০ সালটি ছিল মহাগুরুত্বপূর্ণ। ১০০ বছর পূর্বে ১৯২০ সালের ১৭ মার্চে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন এক ছোট্ট খোকা, যিনি কালক্রমে আবির্ভূত হয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে।
তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা মুজিববর্ষ পালনের ঘোষণা দিয়েছিলাম। তবে মহামারি করোনার কারণে আমরা তা ভালোভাবে পালন করতে পারিনি।
সেসব পেছনে ফেলে এগিয়ে যেতে চাই নতুন প্রত্যয় নিয়ে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নতুন এই বছরে এগিয়ে যেতে চাই ভ্রাতৃত্ব আর সৌহার্দ্য নিয়ে।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চাই। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, খেয়াল রাখবেন, যেন কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট না হয়। আমরা যেন ধর্ম-বর্ণের সব ভেদাভেদ ভুলে যাই, এই হোক নতুন বছরের চাওয়া।
আই.এ/