ইন্দোনেশিয়ার প্রভাবশালী রাজনৈতিক দল ইসলামিক ডিভেন্ডারস ফ্রন্ট (এফপিআই)-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আজ বুধবার (৩০ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা বিয়ষক মুখ্যমন্ত্রী মাহফুড এমডি এ ঘোষণা দিয়েছেন। রয়টার্স, আল জাজিরা, সিএনএ
এক বিবৃতিতে মাহফুড বলেন, প্রভাবশালী এফপিআই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাদের সব ধরণের কার্যক্রম এখন থেকে নিষিদ্ধ। পুলিশ ও সন্ত্রাস দমন বিভাগসহ সরকারের সর্বোচ্চ মহলের ছয় জন কর্মকর্তার সমন্বয়ে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।
এর আগে গত ১০ নভেম্বর দলটির আধ্যাত্মিক নেতা রিজিক শিহাব সৌদিতে তিন বছরের স্বেচ্ছায় নির্বাসন থেকে ফিরে আসেন। তাঁর আগমন উপলক্ষে নানা আয়োজন করা হয়। এতে করোনাবিধি লঙ্ঘন করে গণজমায়েত তৈরি হয়।
করোনারোধে স্বাস্থবিধি না মেনে জনসমাগম তৈরি করায় শিহাবকে অভিযুক্ত করা হয়। এরপর গত ১২ ডিসেম্বর স্বেচ্ছায় তিনি সরকারের কাছে নিজেকে সোপর্দ করেন।
আইন মন্ত্রী এডওয়ার্ড ওমর শরিফ হিয়ারিজ বলেন, ‘এফপিআই দলটি অবৈধ দল। এই দলটির ৩০ জন নেতা এবং বর্তমান ও সাবেক সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও চরমপন্থার অভিযোগ আছে। তাছাড়া দলটি রাষ্ট্রের জাতীয় মূল্যবোধের বিরোধিতা করে।’
সাম্প্রতিক সময়ে দলটি খুবই সক্রিয় ভূমিকা পালন শুরু করে। বিশেষত ২০১৬ সালে জাকার্তার সাবেক খ্রিস্টান ধর্মাবলম্বী গভর্নর বসুকি তজাহাজা পুর্নমার বিরুদ্ধে সোচ্চার হয়। এরপর ইসলাম অবমাননার অভিযোগে তাঁকে বন্দী করা হয়।
আই.এ/