হরকাতুল জিহাদ-বাংলাদেশের দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ বাহিনী (এসবি) হরকাতুল জিহাদ-বাংলাদেশের (হুজি-বি)  দু’জন সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুফতি ইব্রাহিম খলিল (৪১) এবং আব্দুল আজিজ ওরফে নোমান (২৩)। খলিল যশোরের ঝিকরগাছা থানাধীন পুরন্দরপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। আর নোমান নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানাধীন বসুরহাট গ্রামের আবদুল হালিমের ছেলে।

বুধবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে মতিহার থানাধীন খড়খড়ি বাইপাস রোডের পূর্ব দিকে মাছের আড়তের সামনে পুলিশ চেকপোস্টের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।

বেলা ১২ টায় আরএমপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনার আবু কালাম সিদ্দিক।

আই.এ/

মন্তব্য করুন