দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ প্রকল্প বাতিল করল ইস্তাম্বুল

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

ইসমাঈল আযহার: ইস্তাম্বুলের তৃতীয় প্রশাসনিক আদালত কাদাকিয়ার রিহতিম অঞ্চলে দৃষ্টিনন্দন “গ্র্যান্ড মসজিদ” নির্মাণের একটি প্রকল্প বাতিল করেছে। আজ বুধবার বিয়ানেট এক প্রতিবেদনে এখবর দিয়েছে।

প্রকল্পটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে পরিবেশ ও নগরীকরণ মন্ত্রণালয় হাতে নিয়েছিল।

কাদাকিলাইফের প্রতিবেদনে জানা গেছে, আদালত এই ভিত্তিতে রায় দিয়েছে যে, ‘‘আইন অনুযায়ী এই প্রকল্পের সঙ্গে কোনো সম্মতি নেই।’’

ইস্তাম্বুলের কাদাকিয়ায় একটি মসজিদ, একটি ঝর্ণা, একটি সাংস্কৃতিক সেন্টার, মসজিদের আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং ব্যবস্থার পরিকল্পনা ছিল।

আই.এ/

মন্তব্য করুন