ভঙ্গুর সম্পর্ক পুনরুদ্ধারে পাকিস্তান যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোচনার লক্ষ্যে আগামী মাসে পাকিস্তান সফরে যাচ্ছেন। এ সময় তার সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও থাকবে। পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, পাকিস্তানে সৌদি তেল শোধনাগার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে এই প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন দেশটির জ্বালানি মন্ত্রী আবদুল আজিজ বিন সালমান।

সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সঙ্গে বৈঠক করবেন। সেইসঙ্গে তিনি দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী ও প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত আগস্টের পর থেকে রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে। যখন কোরেশি কাশ্মির ইস্যুতে সৌদি নেতৃত্বাধীন ওআইসির সমালোচনা করেন।

ওই সময় পাক পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে, ইসলামাবাদ ইসলামিক দেশগুলোর একটি ‘বৈঠক ডাকতে বাধ্য হতে পারে’, কারণ বেশ কিছু দেশ তাদের পক্ষে রয়েছে।

কোরেশির এমন বক্তব্যকে হুমকি হিসেবে বিবেচনা করে সংস্থাটির নিয়ন্ত্রক সৌদি আরব। এর পরই সৌদি আরব পাকিস্তানকে দেওয়া ঋণ পরিশোধের চাপ দেয়। বাধ্য হয়ে চীনের কাছ থেকে ঋণ নিয়ে সৌদিকে দেয় ইসলামবাদ। সেইসঙ্গে তেলের স্কিম নবায়ন করতেও অস্বীকৃতি জানায় রিয়াদ।

প্রসঙ্গত, সৌদি আরব এখন পাকিস্তানের সঙ্গে ঐতিহ্যবাহী সম্পর্ক থাকা সত্ত্বেও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করছে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান চলতি মাসের শুরুতে রিয়াদ সফরে গেলে দ্বিপাক্ষিক, বিশেষ করে প্রতিরক্ষা জোরদারের ব্যাপারে সম্মত হয় দুই দেশ। অথচ কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক শত্রুতা।

আই.এ/

মন্তব্য করুন