তুরস্কের প্রভাব কমাতে রাজধানী ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ান সরকার জিএনএর সঙ্গে সম্পর্ক আরও বাড়ানো ও উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মিশর। আরব সাপ্তাহিকের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
সেখানে বলা হয়েছে, সম্প্রতি মিশরের একটি নিরাপত্তা প্রতিনিধি দল জিএনএর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তারা পূর্ব লিবিয়াভিত্তিক হাফতারের নেতৃত্বাধীন সরকার এলএনএর সঙ্গে জিএনএর আলোচনায় কায়রো উভয় পক্ষের মধ্যস্থতাকারী হিসেবে থাকতে চায় বলে আগ্রহের কথা প্রকাশ করেছে।
বৈঠকে মিশরের প্রতিনিধি দলটি তুরস্কের সব ধরনের অস্ত্র রপ্তানি বন্ধ করার গুরুত্ব, সশস্ত্র মিলিশিয়া ভেঙে ফেলার প্রয়োজনীয়তা এবং লিবিয়ায় সকল তুর্কি সামরিক ঘাঁটি প্রত্যাহার করতে জোর দাবি জানায়।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, তুরস্ক জিএনএর সঙ্গে করা চুক্তির প্রতিশ্রুতির অংশ হিসেবে সামরিক সহায়তা ছাড়াও লিবিয়াকে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানবিক সহায়তা প্রদান করে চলেছে।
তুরস্ক জাতিসংঘ-স্পনসরিত রাজনৈতিক প্রক্রিয়া সমর্থন করেছিল, যা ২০১৫ সালে জিএনএ গঠনের দিকে পরিচালিত করে।
প্রসঙ্গত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার রাজধানী ত্রিপোলিভিত্তিক সরকার ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) এর প্রধান বিদেশি সমর্থনকারী হিসেবে পরিচিত তুরস্ক। যারা বছরের পর বছর ধরে হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) বিরুদ্ধে লড়াই করে আসছে। অন্যদিকে, হাফতারকে সমর্থন করছে রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর।
আই.এ/