কুয়াকাটায় নৌকাকে বড় ব্যবধানে হারিয়ে জগের জয়

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার বিজয়ী হয়েছেন। জগ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল বারেক মোল্লা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৮৪ ভোট।

বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাচন কমিশনার ও সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ। কুয়াকাটায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে ৮ হাজার ১২২ জন ভোটারের মধ্যে ৬ হাজার ৯৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর আগে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল বারেক মোল্লাকে হটিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার বিজয় লাভ করায় হইচই পড়ে গেছে। এ পৌর ভোটে সাধারণ ভোটারদের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এন.এইচ/

মন্তব্য করুন