নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডিজিটাল স্ট্র্যাটেজি টিম ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার। হোয়াইট হাউসের এই টিমে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন ভারতের কাশ্মিরি বংশোদ্ভূত এক নারী।
ডয়চে ভেলে জানায়, ‘পার্টনারশিপ ম্যানেজার’ পদে দায়িত্ব দেয়া হয়েছে আয়েশা শাহকে। এই কাশ্মিরি স্মিথসোনিয়ান ইনস্টিটিউট ও জন এফ কেনেডি ফান্ডে দায়িত্ব পালন করেছেন।
এবারের মার্কিন নির্বাচনে বাইডেনের রানিংমেট ভারতীয় বংশোদ্ভূত নারী কমলা হ্যারিস। তাকে নির্বাচনে মার্কিন নারীদের মোড় ঘোরানোর অন্যতম কারিগর হিসেবে বিবেচনা করা হয়।
কেননা, জয়ের মাধ্যমে দেশটির ঐতিহাসিক অনেক বাঁক নতুন করে রচনা করেছেন কমলা। তিনি একাধারে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট।
রয়টার্স জানিয়েছে, বাইডেন ও কমলার সঙ্গে দীর্ঘ দিন ধরে কাজ করা আয়েশা গত ৩ নভেম্বরের নির্বাচনে তাদের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের লুসিয়ানায় বেড়ে ওঠা এই নারীর পূর্বপুরুষ কাশ্মিরের নাগরিক।
বলা হচ্ছে, কাশ্মির পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা কমলা হ্যারিসের খুবই ঘনিষ্ঠ আয়েশা শাহ। তার এই নিয়োগ বার্তা দিচ্ছে, কাশ্মির ইস্যুতে বিশেষ নীতি নিতে পারে বাইডেন প্রশাসন।
কূটনীতিকরা বলছেন, কাশ্মির ইস্যুকে দীর্ঘদিন ধরে গুরুত্ব দিয়ে দেখছেন বাইডেন ও কমলা। এখন তাদের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে এক কাশ্মিরিকে স্থান দেয়ায় বিষয়টি আরো জোরালো হলো বলেই মনে হচ্ছে।
তবে কেউ কেউ বলছেন, কাশ্মির পরিস্থিতি নিয়ে কখনোই সরব হননি আয়েশা। তার কার্মক্ষেত্রও কাশ্মির সম্পর্কিত নয়। ফলে আয়েশার নিয়োগটি একেবারেই কাকতালীয় ঘটনা।
পিটিআই জানায়, বাইডেন প্রশাসনের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে বিভিন্ন ধর্ম, বর্ণ ও দেশীয় বংশোদ্ভূতরা স্থান পেয়েছেন। এর মাধ্যমে সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে বলে জানানো হয়।
আই.এ/