অস্ত্র বিক্রির সময় পুলিশের কনস্টেবল গ্রেফতার

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

অস্ত্র বিক্রির সময় এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে কোতোয়ালি থানাধীন জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে স্বরূপ বড়ুয়া নামের ওই কনস্টেবলকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন। স্বরূপ বড়ুয়া চট্টগ্রাম শিল্প পুলিশে কর্মরত রয়েছেন বলে তিনি জানান।

মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাতে কোতোয়ালি থানার জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে স্বরূপ বড়ুয়াকে অস্ত্রসহ আটক করা হয়। এ ঘটনায় আজ কোতোয়ালী থানায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সোলায়মান সাংবাদিকদের জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ সদস্য ৫ দিনের ছুটিতে ছিলেন। তার বিষয়টি জানার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান।

আই.এ/

মন্তব্য করুন