রস্কে পাওয়া গেল বিশাল স্বর্ণ ভাণ্ডারের খোঁজ। পুরো উদ্ধার করা সম্ভব না হলেও, মনে করা হচ্ছে যে প্রায় ৯৯ টন সোনা রয়েছে এই বিরাট গর্তে। সংবাদসংস্থা আনাডোলু এই খবরটি নিশ্চিত করেছে।
এই সোনার ভাণ্ডার এতটাই ব্যাপক যে এর মূল্য বহু দেশের জিডিপির থেকে বেশি হবে মনে করা হচ্ছে৷ অনুমান করা হচ্ছে যে, এই সোনার মূল্য ৬ বিলিয়ান ডলার বা ৪৪হাজার কোটি টাকা!
মধ্য পশ্চিম সোগুটে এই অর্থ ভাণ্ডারের খোঁজ মিলেছে। তুরস্ক গাবরেটাস ফার্টিলাইজার প্রোডাকশন অ্যাগ্রিকালচারল ক্রেডিট কোয়াপারেটিভ প্রধান ফাহরেটিন পোরাজে এই খবরটি প্রথম সকলের সঙ্গে ভাগ করে নেন। তুরস্কের সংবাদ সংস্থাগুলিকে এই বিপুল ধনের কথা জানায়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মালদ্বীপের জিডিপি ৪.৮৭ বিলিয়ান ডলার, লাইবেরিয়ার ৩.২৯ ডলার, ভূটানের ২.৫৩ বিলিয়ান ডলার, বুরুন্ডি ৩.১৭ বিলিয়ান ডলার, লেসোথোর ২.৫৮ বিলিয়ান ডলার৷ অর্থাৎ তুরস্কে উদ্ধার সোনার ভাণ্ডারের থেকে অনেক কম এই সব দেশের জিডিপি।
সেপ্টেম্বর মাসে তুরস্কের মন্ত্রী ফাতেহ ডনমেজ জানান যে ইতিমধ্যেই দেশে ৩৮ টন সোনা উৎপাদন হয়েছে। পরবর্তী ৫ বছরে সোনার উৎপাদনের লক্ষ্য ১০০ টন স্থির করা হয়েছে বলে তিনি জানান। এর ফলে তুরস্কের অর্থনীতি অনেকটাই চাঙ্গা হবে বলে মত বিশেষজ্ঞদের।
আই.এ/