ইউপি মেম্বারের শরীরে ২০ গ্রাম গাঁজা!

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

নাটোরের লালপুর উপজেলার সাতপুকুর এলাকায় পুলিশের অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলাল উদ্দিন লালপুর উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়ের ০৩ নং ওয়ার্ডের সদস্য।

লালপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, বুধবার রাত ৮ টার দিকে লালপুর-কদমচিলান সড়কের সাতপুকুর এলাকায় পুলিশের তল্লাশি অভিযান চলছিলো। এসময় ইউপি মেম্বার আলাল উদ্দিন ও তার সহযোগী রাজু হোসেনের শরীরে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।  গ্রেফতারকৃত ইউপি মেম্বার শেখ চিলান এলাকার ও রাজু সাতপুকুর এলাকার বাসিন্দা।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন