বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এ কথা জানিয়েছেন। দেশটির গণমাধ্যম ডন বলছে, পাক পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে, ভারতের সঙ্গে আলোচনার কোনো দরজা এই মুহূর্তে খোলা নেই।
প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল বুধবার মুলতানে সাংবাদিকদের কোরেশি বলেন, বর্তমানে বিরাজমান পরিস্থিতি এবং কাশ্মিরে ভারতীয় দমন-পীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির সাথে কূটনৈতিক কিংবা অন্য কোনোভাবে আলোচনার কোনো সম্ভাবনা নেই। চলমান পরিস্থিতি কোনো ধরনের সংলাপের জন্য উপযুক্ত নয় বলেও মন্তব্য করেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী।
এদিন পাকিস্তানের বিরোধী দলগুলোর নানা সমালোচনাও করেন কোরেশি। বলেন, সরকার ক্ষমতায় থাকতে জাতীয় স্বার্থে কোনো ছাড় দেবে না, কিংবা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। বিরোধী দল যেসব ইস্যুতে আলোচনা করতে চায়, সরকার তাতে প্রস্তুত আছে বলেও জানান পাক পররাষ্ট্রমন্ত্রী কোরেশি।
আই.এ/