ভারতীয় কামানের গোলায় কাশ্মীরে পাকিস্তানি নারী নিহত, আহত ৩

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

ভারতীয় সেনাবাহিনীর কামানের গোলায় পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর সীমান্তে এক নারীর প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। খবর ইয়েনি সাফাকের।

পাকিস্তান সেনাবাহিনীর অভিযোগ, মঙ্গলবার (২২ ডিসেম্বর) হটস্প্রিং ও জনত্রোদ সেক্টরের বেসামরিক এলাকায় বিনা উসকানিতে ভারতীয় সেনারা ভারী অস্ত্র ও মর্টারের গোলা ছুড়েছে।

এতে ঘটনাস্থলেই ৫০ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। তাছাড়া আহত হন আরও তিনজন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

অন্য দিকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতের সীমান্তে হামলার অভিযোগ তুলেছে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে জম্মু-কাশ্মীর নিয়ে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর সঙ্গে এখন পর্যন্ত তিনবার যুদ্ধ হয়েছে।

২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর এ অঞ্চলে নতুন করে সীমান্ত সংঘাত শুরু হয়।

আই.এ/

মন্তব্য করুন