ভূমিহীনদের জন্য সরকারি ঘর নির্মানে বাধা দেয়ায় একজনের কারাদণ্ড

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মানের কাজে বাধা দেওয়ায় আমিরুল ইসলাম শাহিন নামের একজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আমিরুল ইসলাম শামিম দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিন সাকুচিয়া গ্রামের মৃত মো. ছাইফুল হক মাষ্টারের ছেলে। বুধবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ইউছুফ হাসান সরকারি কাজে বাঁধা দেয়ায় তাকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।

জানা যায়, সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মানের কাজে সহযোগীতার জন্য ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম ও তার স্বামী মো. মফিজুল ইসলাম ওই জমিতে গেলে তাদের বাধা ও মারধর করে আমিরুল ইসলাম শাহীন। পরে বিষয়টি দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো. অলিউল্যাহ কাজলকে জানালে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শামীম মিঞা’র কাছে অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী অফিসার সরকারী ঘটনাস্থলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউছুফ হাসানকে পাঠায়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আমিরুল ইসলাম শাহিনকে সরকারি কাজে বাধা দেয়ায় সাত দিনের কারাদন্ড দেয়।

এন.এইচ/

মন্তব্য করুন