আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগ্লু। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আজ সোমবার এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগ্লু। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে আগামী বুধবার তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এই সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় দেশটির নতুন দূতাবাস ভবন উদ্বোধন করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ মিশনের বাংলাদেশ ভবন উদ্বোধন করা হয়। সে সময় তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রীও।
সে সময় পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তাতে সায় দেন কাভুসোগ্লু।
আই.এ/