সম্পর্ক স্বাভাবিকের পর ইসরায়েল থেকে মরক্কো প্রথম ফ্লাইট কাল

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

আগামীকাল থেকে ইসরায়েলের ইএল বিমান সংস্থা তেল আবিব থেকে মরক্কোর রাজধানী রাবাতে সরাসরি ফ্লাইট শুরু করবে। এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে নিয়ে তেলআবিব থেকে সরাসরি রাবাতের বিমানবন্দরে আকাশ পথে যাত্রা শুরু করবে।  খবর আনাদোলু এজেন্সি

এর আগে গত ১০ ডিসেম্বর ইএল বিমান সংস্থাটি ঘোষণা দিয়েছিল যে দুই দেশের স্বাভাবিক সম্পর্ক চুক্তি অনুসারে তারা মরক্কোগামী সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও মরক্কোর মধ্যে শান্তি চুক্তির ঘোষণা দেন। এ চুক্তির মাধ্যমে উভয় দেশের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক ও আকাশপথে যোগাযোগ স্থাপন করা হবে। তাছাড়া যুক্তরাষ্ট্র পশ্চিম সাহারায় মরক্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়।

অবশ্য মরক্কোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এবারই নতুন নয়। বরং মরক্কো ইসরায়েলের সঙ্গে দীর্ঘকাল যাবত পুরোপুরি সম্পর্ক ছিল। ২০০২ সালে দ্বিতীয় ইন্তেফাদার পর এ সুসম্পর্ক নষ্ট হয়।

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বেশ কটি আরব রাষ্ট্র স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। আরব আমিরাত, বাহরাইন, সুদান ও সর্বশেষ মরক্কো ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে।

আই.এ/

মন্তব্য করুন