উত্তেজনার মধ্যেই লাদাখে নতুন জেনারেল পাঠাল চীন

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

লাদাখ সীমান্তে ভারত-চীন উত্তেজনা চলছেই। এর মধ্যেই চীনের পিপ্‌লস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের প্রধান পদে নতুন জেনারেল নিয়োগ করল চীন। পিএলএ-এর এই কমান্ডই ভারত-চীন সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

চীনে পিএলএ-র হাইকমান্ড হল সেন্ট্রাল মিলিটারি কমিশন (‌সিএমসি)‌। এই সিএমসি-র প্রধান পদে রয়েছেন খোদ প্রেসিডেন্ট শি জিনপিং। এখন পিএলএ-এতে প্রায় ২০ লক্ষ জন নিযুক্ত রয়েছেন। জিনপিংই ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের কমান্ডার পদে জেনারেল জাংকে নিয়োগ করলেন।

এই জান জুদোংয়ের সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। এর আগে তিনি পিএলএ-এর অন্য থিয়েটার কমান্ডে দায়িত্ব সামলেছেন। জান জুদোং ছাড়াও আর চারজন সেনা অফিসারের পদোন্নতি হয়েছে বাহিনীতে।

জুদোংয়ের আগে এই ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের প্রধান পদে ছিলেন জাও জঙ্গকি। জঙ্গকির বয়স ৬৫। ২০১৭ সালে ডোকলামে যখন ভারত আর চীন বাহিনীর সংঘর্ষ হয়, তখনও কমান্ডের শীর্ষপদে ছিলেন এই জঙ্গকি।

গত মে থেকে লাদাখ সীমান্তে ভারত এবং চীনের টানাপোড়েন চলছেই। বারবার সেনা এবং কূটনৈতিকস্তরে আলোচনার পরেও সুরাহা হয়নি। গত ১৮ ডিসেম্বর আলোচনা হয়েছে দুই দেশের, সেখানে দুই দেশই সীমান্তে সেনা কমাতে সম্মত হয়।

আই.এ/

মন্তব্য করুন