ট্রেনের ধাক্কায় বাসের ১০ জনের মৃত্যু, আহত ৮

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০

জয়পুরহাট সদরের পুরানা পৈল এলাকায় বাসকে ট্রেনের ধাক্কায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

শনিবার সকাল ৭টায় রাজশাহীগামী উত্তরা ট্রেন জয়পুরহাট থেকে হিলিগামী একটি বাসকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধার কাজ শুরু চালিয়ে যাচ্ছে। জয়পুরহাটের ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিরাজুল ইসলাম হতাহতের খবর নিশ্চিত করেছেন।

আহতদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওয়াইপি/পবলিক ভয়েস

মন্তব্য করুন