করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করেছে সৌদি আরব। গতকাল বৃহস্পতিবার থেকে এ টিকা প্রদান শুরু করে দেশটি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা অনুমোদনের পর বুধবার টিকার প্রথম চালান পায় তারা। এর মধ্যেই গত ২৪ ঘণ্টায় দেড় লাখ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।
বুধবার ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম চালান সৌদি আরবে এসে পৌঁছায়। এর পরদিনই অর্থাৎ গতকাল বৃহস্পতিবার থেকেই টিকা দেওয়া শুরু করেছে তারা। টিকা নিতে জনগণকে প্রথমে নিবন্ধন করতে বলেছে সৌদি কর্তৃপক্ষ। তাই গত ২৪ ঘণ্টায় দেশটির দেড় লাখের বেশি মানুষ টিকা নিতে নিবন্ধন করেছে।
সৌদিতে প্রথমে টিকা নেওয়া ব্যক্তিদের একজন দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া। টিকা নেওয়ার পর জনগণকে আশ্বস্ত ও উৎসাহিত করে তিনি বলেন, এই টিকা নিরাপদ বলে আমরা নিশ্চিত করছি।
বাহরাইনের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। কিন্তু বাহরাইনের আগেই এই টিকা পেল সৌদি।
মোট তিন ধাপে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করবে সৌদি আরব। প্রথম ধাপে ৬৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী নাগরিক-অধিবাসী, করোনার উচ্চ ঝুঁকিতে থাকা পেশাজীবী, রোগ প্রতিরোধক্ষমতা কম, দীর্ঘস্থায়ী ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের টিকা দেওয়া হবে।
৩৪ মিলিয়ন জনসংখ্যার সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজারের বেশি মানুষ। সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ হাজার ৯১ জন।
আই.এ/