আজ শুক্রবার থেকে দুই দিনের জন্য টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমা শুরু হয়েছে।
আগামীকাল শনিবার মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমা শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জোড় ইজতেমা উপলক্ষে মুসল্লিরা গত বুধবার থেকেই ময়দানে আসতে থাকেন।
জোড় ইজতেমার সফল করতে আগেই সব ধরনের প্রস্তুতি শুরু করে গতকাল বৃহস্পতিবার তা সম্পন্ন করেন। জোড় ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়িয়েছে, যাতে কোনো বিশৃঙ্খলা ঘটতে না পারে।
এ বিষয়ে বিশ্ব ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম এর আগে গণমাধ্যমকে জানান, জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনশেডে। এতে মাত্র চারটি জেলার চার হাজার মুসল্লি অংশ নেবেন।
এর মধ্যে গাজীপুর জেলার ৭০০, ঢাকা জেলার ২ হাজার ৫০০, টাঙ্গাইল জেলার ৪০০ এবং মানিকগঞ্জ জেলার ৪০০ মুসল্লি অংশ নিতে পারবেন বলে জানান মুফতি জহির।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এ বিষয়ে জানান, তিন চিল্লার সাথীদের নিয়ে ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। তাদের ২৪ ঘণ্টা অর্থাৎ আজ (শনিবার) সকাল ১০টা থেকে আগামীকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত সময় দেয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিস জানান, চার জেলা থেকে আসা মুসল্লিরা ইতজেমা ময়দানের উত্তর পাশে টিনশেডে অবস্থান করছেন। তাদের নিরাপত্তায় পুলিশের পক্ষ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
আই.এ/