শেখ হাসিনা আজ বিশ্বের বিস্ময়: কাদের

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের বিস্ময় হিসেবে আবির্ভূত হয়েছেন। তার ক্যারিশমেটিক নেতৃত্ব সারা পৃথিবীর জন্য উদাহরণ। বাংলাদেশকে যেভাবে বদলে দিয়েছেন, সেটা শুধু তার পক্ষেই সম্ভব। তাই পৃথিবীর বড় বড় নেতারাও শেখ হাসিনার প্রশংসা করতে বাধ্য হয়।

আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) রাজধানীর সেতু ভবনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। ওই আলোচনা শেষে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ নামক একটি কর্নার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রধানমন্ত্রী বিনা যুদ্ধে ছিনিয়ে এনেছেন সুনীল সমুদ্র। বিশ্ব ব্যাংককে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।

‘দেশ আজ খাদ্যে স্বয়ংসসম্পূর্ণ। কোনো মানুষকে ক্ষুধার্ত থাকতে হয় না। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও আমরা অনেক দূর এগিয়ে গেছি। রাস্তাঘাটসহ দেশের অবকাঠামোর অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে গত এক দশকে। এসব কারণেই বলা হয়, শেখ হাসিনা ইজ অ্যা ম্যাজিক্যাল লিডার।’ যোগ করেন সেতুমন্ত্রী।

আই.এ/

মন্তব্য করুন