জেরুসালেমে ইহুদিদের ‘হানুকাহ’ উৎসবে আমিরাত ও বাহরাইনের পর্যটকরা

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের পর্যটকরা ইহুদিদের ‘হানুকাহ’ উৎসবে যোগ দিয়েছে। জেরুসালেমের ওয়েস্টার্ন ওয়ালের কাছে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উৎসব শুরু হয়।

গত সোমবার ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রনালয়ের ফেসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করা হয় যেখানে দেখা গেছে ঐতিহ্যবাহী উপসাগরীয় ড্রেস পরে কিছু লোক ইহুদী উৎসবে যোগদান করেছে।

এতে বলা হয়েছে, প্রথমবারের মত আরব আমিরাত ও বাহরাইন থেকে আগত পর্যটকরা ইসরাইলে এসে ইহুদীদের মোমবাতি প্রজ্বালন করল।

ইসরাইলি গণমাধ্যমের মতে, এ উৎসবে ইসরাইলী ধর্মীয় নেতা, সেনা অফিসার, স্বাস্থ্যমন্ত্রী ইউলি ইডেলস্টেইন এবং ১৯৬৭ সালে জেরুসালেমে ইসরাইলী আগ্রাসনে যোগ দেয়া এক প্রবীন সৈনিকও যোগ দেন। এছাড়া আমিরাত ও বাহরাইনের একজন করে কূটনৈতিক প্রতিনিধিও এ উৎসবে যোগ দেন।

ইহুদিরা ১০ ডিসেম্বরকে হানুকা উৎসবের তারিখ হিসাবে নির্ধারণ করেছে এবং উৎসবটি আটদিন ধরে চলবে।

উল্লেখ্য, হোয়াইট হাউসে বিতর্কিত এক চুক্তির মাধ্যমে সেপ্টেম্বরে বাহরাইন এবং আমিরাত ইসরাইলের সাথে পূর্ণাঙ্গ কূটনৈতিক, সাংস্কৃতিক ও বানিজ্যিক সম্পর্ক স্থাপন করে।

ফিলিস্তিনিরা এ চুক্তির তীব্র সমালোচনা করেছে। তাদের মতে , চুক্তিটিতে তাদের স্বা্র্থকে অবজ্ঞা করা হয়েছে এবং ফিলিস্তিনি ইস্যুকে অস্বীকার করা হয়েছে। সূত্র: ইয়েনিসফাক

 

এন.এইচ/

মন্তব্য করুন