পাঠ্যক্রমে ইহুদিদের ইতিহাস-সংস্কৃতি যুক্ত করছে মুসলিম দেশ মরক্কো

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

শিগগিরই ইহুদিদের ইতিহাস ও সংস্কৃতিকে বিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করতে যাচ্ছে মরক্কো। এর মধ্য দিয়ে উত্তর আফ্রিকা অঞ্চলের প্রথম দেশ হিসেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে মুসলিম প্রধান দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক প্রোগ্রামের প্রধান ফুয়াদ চফিকি বলছেন, মরক্কোর বিভিন্ন পরিচয় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ পদক্ষেপ নিয়েছে তার সরকার।

বার্তা সংস্থা এএফপি জানায়, ২০১৪ সালে শুরু হওয়া মরক্কোর শিক্ষাক্রমের চলমান পুনর্নির্মাণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মরক্কোর ইহুদি সম্প্রদায় কাউন্সিলের সেক্রেটারি-জেনারেল সের্গ বারদুগো এএফপিকে বলেন, এমন পদক্ষেপ আরব বিশ্বে প্রথম।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের ঘোষণা দিয়েছে মরক্কো। এর মধ্যেই দেশটির সরকার ইহুদিদের ইতিহাস ও সংস্কৃতিকে বিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিলো।

এএফপি আরো দুটি যুক্তরাষ্ট্রভিত্তিক ইহুদি সংগঠনকে (আমেরিকান সেফার্ডি ফেডারেশন এবং মেজর আমেরিকান ইহুদি) উদ্ধৃত করে জানায়, সংগঠন দুটি মরক্কো এবং দেশটির ইহুদি সম্প্রদায়ের সঙ্গে একাডেমিক সংস্কারের বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।

সংগঠন দুটির নেতারা এক বিবৃতিতে বলেন, মরক্কোর শিক্ষার্থীদের ফিলো-সেমেটিজমসহ তাদের গর্বিত ইতিহাসের সামগ্রিকতা সম্পর্কে শেখানো উচিত। যা উগ্রপন্থার বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা।

আই.এ/

মন্তব্য করুন